র‍্যাব ডিজি পদক পেলেন অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান সহ ১২০ জন

দ্বারা zime
০ মন্তব্য 100 দর্শন

 

পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহাপরিচালক (ডিজি) পদক পেলেন ১২০ র‍্যাব সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।র‍্যাব ফোর্সেস এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২৩ সালের কাজের স্বীকৃতি স্বরুপ র‍্যাব-১৪, জঙ্গী গ্রেফতারে তৃতীয় স্থান অধিকার করেছে।এছাড়া র‍্যাব-১৪ ব্যাটালিয়নের পাঁচজন সদস্য ডিজি ব্যাজ সাহসিকতা পদক পান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: মহিবুল ইসলাম খান কে  পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এছাড়া বীরত্বপূর্ন ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা (সাহসিকতা) পদকে ভূষিত হয়েছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রেন লীডার মোঃ আশরাফুল কবির, সিপিসি-১ জামারপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী, র‌্যাব-১৪ সদর ব্যাটালিয়নে কর্মরত সার্কেল এ্যাডজুডেন্ট(ডিএডি) মোঃ মেহরাব ইসলাম ও কনস্টেবল মোঃ শাহ্ আলম এবং বিশেষ সম্মাননা (সেবা) পদকে ভূষিত হয়েছেন র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নে কর্মরত ওয়ারেন্ট অফিসার(ক্লার্ক) ডিএডি মোঃ আতাউর রহমান।

এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন ডিজি।

বুধবার র‍্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দিনটিকে ‘রেইজিং ডে’ হিসেবে পালন করে আসছে বাহিনীটি। তবে রমজানের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন