সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত এক প্রাণী চিকিৎসকের বাড়িতে দু-র্ধর্ষ ডাকাতি, ৪০ ভরি সোনা ও ১লাখ ৭০ হাজার টাকা লুট

দ্বারা zime
০ মন্তব্য 305 দর্শন

 

সাতক্ষীরার লাবসায় অবসরপ্রাপ্ত এক প্রাণী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে ।স্বামী ও স্ত্রীকে চোখ বেঁধে ৪০ ভরি সোনা ও এক লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার যুগরাজপুর গ্রামে।

সাতক্ষীরা সদর উপজেলার যুগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসা আবুল কালাম জানান রাত দুটার দিকে ৫/৬ দুর্বৃত্ত বাড়ির গ্রিলের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে । দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ধরে তাদের দুজনকে একটি ঘরে আটকে রাখে। দুর্বৃত্তরা ঘরের ভিতরে আলমারি ভেঙ্গে ৪০ভরি সোনা ও নগদ এক লক্ষ ৭০হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাকাত দলের মধ্যে একজন লম্বা ছিল। একজন খাটো ও তিন চার জন অল্প বয়সী ছিল ।তারা প্রায় দু ঘন্টা ধরে তাদের ঘরের ভেতরে অবস্থান করে ।আজ ভোরের আজান দিলে তারা বাড়ি থেকে বের হয়।

সাতক্ষীরা  থানার  অফিসার ইনচার্জ  মহিদুল ইসলাম জানান এ ঘটনা শুনে ইতিমধ্যে সিনিয়র অফিসার রা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি আরো জানান পুলিশ এই ঘটনা রহস্য উদঘাটনে ইতিমধ্য মাঠে নেমেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন