নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগ দেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
সচিব হওয়ার আগে মো. জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সচিব থাকার সময় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বেশ দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দেন। সরকারের আস্থাভাজন এ সচিব এবার আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন।
জাহাংগীর আলম ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি জেলায় যোগ দেন।