শ্যামনগরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান

দ্বারা zime
০ মন্তব্য 90 দর্শন

 

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরর জরাজীর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সচিব নাজমুল আহসান।

শনিবার (১ জুন) দপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পরিদর্শন করেন। এর আগে তিনি খুলনা জেলার কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাধ ঘুরে ঘুরে দেখেন।

পানি সম্পদ মন্ত্রণালয় সচিব নাজমুল আহসান বলেন, আয়লার পরবর্তী সময়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাতক্ষীরা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। বহু ক্ষতি হয়েছে উপকুল তথা সাতক্ষীরাবাসির। এবারই প্রথম ঘূর্ণিঝড় রেমাল দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার পরও স্থানীয় জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় এ জেলার কোন বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়নি। জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার পাশাপাশি বেঁড়িবাধের পাশে বন বিভাগের মাধ্যমে বনায়ন কর্মসূচির প্রকল্প হাতে নেয়া হবে বলে সাংবাদিকদের জানান তিনি। এছাড়া মেগা প্রকল্পের ফান্ড জটিলতা নিরসনসহ সাতক্ষীরায় এনডিআর প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ করার আশ্বাস দেন সচিব।

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, সাতক্ষীরা পানিউন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন, বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলামসহ অন্যান্যরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন