নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দ্বারা zime
০ মন্তব্য 175 দর্শন

 

সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।”বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল সকাল ১০ টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, শিশুদের বেড়ে ওঠা মেধা শক্তির জন্য দুধের প্রয়োজনিতা অপরিসীম। দুধে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। জেলা প্রাণি সম্পাদ অধিদপ্তর নিরাপদ দুধ উৎপাদের জন্য কাজ করে যাচ্ছে। দুধে ভেজাল প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, জেলা ভেটেনারী কর্মকর্তা ডাঃ বিপ্লব জিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস। এর পূর্বে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন