শহরে লাইসেন্স বিহিন কোন ক্লিনিক চলবেনা : সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো:আ: সালাম

দ্বারা zime
০ মন্তব্য 73 দর্শন

 

সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ আঃ সালাম বলেছেন, শহরে কোন অবৈধ/ লাইসেন্স বিহিন  ক্লিনিক থাকবেনা।যারা মানুষ কে সেবা দেওয়ার নামে হাজার হাজার টাকা ইনকাম করেন, জীবন নিয়ে ব্যবসা করেন,অথচ নূন্যতম চিকিৎসা সেবা দেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে আর্কষ্মিক শহরের কয়েকটি ক্লিনিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন বলেন, সেসমস্ত ক্লিনিকের কোন কাগজ পত্র নেই, তারা দ্রুত বিধি মোতাবেক লাইসেন্স করে ফেলুন।ক্লিনিক ব্যবসা করতে হলে নিয়ম মেনে করুন,কোন সমস্যা নেই।

তিনি বলেন, ক্লিনিকে ২৪ ঘন্টা চিকিৎসক থাকতে হবে।ওটি রুম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপারেশনের যন্ত্রপাতি সব সময় জীবাণুমুক্ত করে রাখতে হবে, তবেই না একটি আদর্শ ক্লিনিক বলা যাবে।পরিদর্শন কালে সেসব ক্লিনিকে অনিয়ম দেখা যায় তাদের বন্ধ করে দেওয়া হবে বলে জানান নবাগত সিভিল সার্জন ডাঃ আঃ সালাম।

পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল ও সিভিল সার্জন অফিসের এমও ডাঃ জয়ন্ত সরকার প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন