সাতক্ষীরায় ডিবি পুলিশের সাড়াশি অভিযান – অনলাইন জুয়া চক্রের ১০ সদস্য আটক, ১৬ টি মোবাইল ফোন জব্দ

দ্বারা zime
০ মন্তব্য 47 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশ অনলাইন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করাহয়।

আটককৃতরা হলেন, শ্যামনগরের মোঃ আনিছুর সরদার(৩১), আশাশুনির মোঃ মুকুল হোসেন(৩২), দেবহাটা উপজেলার পুরুলিয়া এলাকার আব্দুল্লাহ আল-মামুন(৩০), তালা সুজন শাহা এলাকার আব্দুল হামিদ রানা(৪০), তালা উথালী এলাকার মোঃ সাইদুর রহমান(২৮), তালা দক্ষিণ নলতা গ্রামের মোঃ শাহিদুর রহমান(৪০), তালা ডাঙ্গা নলতা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন(২৮), শ্যামনগর পাখিমারা দক্ষিণ পাড়া এলাকার মোঃ কামাল হোসেন (৩০), শ্যামনগর পাখিমারা উত্তর পাড়া এলাকার মোঃ জিনারুল ইসলাম(২৫) ও শ্যামনগর পদ্মপুকুর খুটিকাটা এলাকার মাহামুদুল হাসান(২৯)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র 1xbet অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন জুয়া সাইট যার লিংক https://1xbetbd.mobi/en, ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলছে। তারা সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উক্ত প্রতারক চক্রের একটি দল সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যার এর নির্দেশ মোতাবেক উক্ত তথ্যের সত্যতা যাচাই করে জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অন লাইন জুয়ার সাথে সম্পৃক্ত দশ আসামীদেরকে গ্রেফতার করাহয়। এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন