খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন খুলনা বিভাগীয় কমিশনার

দ্বারা zime
০ মন্তব্য 54 দর্শন

 

খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার বিকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের কাছ থেকে নগর ভবনে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ এবং বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

দায়িত্বভার গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চিফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো. হাসান হাসিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন