যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

দ্বারা zime
০ মন্তব্য 22 দর্শন

 

নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, ছাত্রপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে বিজয় দিবস উপলক্ষে ৭দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম, জেলা জামাতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুফা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক সহ আরো অনেকে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন