রাজনীতির নামে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আপনারা যে দলেরই হোন। আমি এসপি সাহেবকে অনুরোধ করব আমার ভাই হলেও ছাড় দেবেন না। আগে তাকে চার্জশিটের ভেতরে ঢোকান। তারা এমপি হোক বা না হোক সেদিন হবে। এখন আইনশৃঙ্খলার ভেতর তাদের কোনো হাত নেই।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব বলেন।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরনী সংসদ মাঠে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবে না আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। এখন বড় সুযোগ। কোনো অবস্থাতেই ছাড় দেবেন না।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, এখন কৃষি শ্রমিক পাওয়া যায় না। পরিবারের একজন ছেলে যদি বিদেশ যায়, তখন মাঠে কাজ করতে চায় না। এটা আমাদের একটা খারাপ দিক। আপনারা মাঠে কাজ করেন। শরীর ভালো থাকবে, দেশের উৎপাদনও বাড়বে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি শ্যালোমেশিন বিতরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন