
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসপি সজীব খান কে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের কক্ষে এসপি সজীব খান কে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন শেষে জেলা প্রশাসক সজীব খানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।এসময় জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসংঙ্গত:গত ১৩ জানুয়ারি ২০২৫ খ্রী: তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা হতে জারি করা এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা র সদ্য সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সজীব খান সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে।বদলি সুত্রে রবিবার ছিল তার শেষ কর্মদিবস।আগামীকাল সোমবার সকালে তিনি সাতক্ষীরা থেকে সিলেটের উদ্যেশে রওনা দেবেন বলে জানা গেছে।
