
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১০ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে সিভিল সার্জন অফিস, সাতক্ষীরার সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালামের সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।সভায় এসময় সাত উপজেলার স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা গণ সহ ইপিআই সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তাবৃন্দ।
