
পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামানের তত্বাবধানে কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ সকল ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।
সেবাগুলোর মধ্যে ছিল ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত সাধারন রোগী -১৭ জন,Anc -3 জন,pnc -৮ জন,শু ন্য থেকে ৫ বছর শিশু ২২ জন,কিশোর ২০ জন,কিশোরী ২১ জন,খাওয়ার বড়ি ৩০ জন,ইনজেকশন ১০ জন,কনডম ৯ জন,ডেলিভারি ২ টা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সেলিম।