কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 134 দর্শন

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৫ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলার প্রার্থীদের ১০,১১ ও ১২ এপ্রিল ২০২৫ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ০৫ মে ২০২৫ লিখিত পরীক্ষা এবং ১৫ মে ২০২৫ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেছেন  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি  মোহাম্মদ মনিরুল ইসলাম।

ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার  নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে এ সময় উপস্থিত ছিলেন মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান হোসেন,বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ হাসানুর রহমান,সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল), ডা: মোঃ আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন