
আশাশুনি উপজেলার বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পুলিশ,সাতক্ষীরা উপহার সামগ্রী বিতরণ করেছে।
আজ ০৯ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট ওয়াপদার বেড়িবাঁধ ভাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন।
ত্রাণ বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন আশাশুনি থানার ওসি মোঃ নোমান হোসেন সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।