
এনএসআই-এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার সম্পৃক্ততায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা হতে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১-০৪-২০২৫ তারিখ এনএসআই-এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনা মোতাবেক জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামের এনএসআই সদস্য পরিচয়দানকারী ও অনলাইনে এনএসআই এ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আমিন হোসেন (১৯)কে সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই প্রকাশ অভিযান চালিয়ে আটক করে। সে উক্ত গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আমিন হোসেন স্বীকার করে যে, সে ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা দাবি করে পোস্ট করে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারপূর্বক চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করে।
উক্ত প্রতারক মো. আমিন হোসেনকে ২২-০৪-২০২৫ তারিখ দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশ কর্তৃক মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যা জানান,আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতারক মো. আমিন হোসেন বিগত ২৩-০৭-২০২২ তারিখে সাতক্ষীরার কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামস্থ জনৈক এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য পরিচয় প্রদানপূর্বক অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে তৎকালীন সময় স্থানীয় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছিল।
