
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উদযাপিত হয়েছে।”শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে আজ ০১ মে ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা কোর্ট চত্বর প্রাঙ্গণে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয়। পরে কোর্ট চত্বর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের খুলনা রাস্তার মোড় প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন সানতাজ বিল্লাহ্,উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনা, রিপন বিশ্বাস,এডিএম,জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, সর্বস্তরের শ্রমিকগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
