
সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৫ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৪ মে ২০২৫ খ্রি তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ এর আগামী ০৫ মে ২০২৫ খ্রি. লিখিত পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃশাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
