
পবিত্র ঈদ-উল আজহার দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটিতে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামানের তত্বাবধানে সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।
সেবাগুলোর মধ্যে ছিল ঈদের পরের দিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী ৩ জন, সাধারণ রোগী ৯ জন, শিশু পরিচর্যা ৪ জন।
সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা:লিপিকা বিশ্বাস এক প্রেস বিঞ্জপ্তি র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
