
সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালেয়ের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মচারীগনের ঈদুল আযাহার ছুটিকালীন সময়ে নিম্মলিখিত বিশেষ সেবা প্রদান করা হয়।সেবা গুলোর মধ্যে
এ,এন,সি -৩৬ জন,পি,এন,সি-১৩ জন,নরমাল ডেলিভারি -১০ জন,সাধারণ রোগীসেবা -৪৫ জন,শিশু স্বাস্থ্যসেবা – ৩০ জন
কিশোর কিশোরী সেবা – ৮ জন,ইনজেকটেবলস -৮ জন
খাওয়ার বড়ি সুখী – ২জন,প্রসবকালীন জটিলতায় রেফার -২ জন।
সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মফিজুল ইসলাম এক প্রেস বিঞ্জপ্তি র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
