
রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত ১১টার পর নুরুল হক নুরকে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এর আগে সংঘর্ষে আহত হওয়ার পর প্রথমে নুরকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নুরের নাক ফেটে গেছে, চোখ মারাত্মকভাবে ফুলে গেছে, হাত কেটে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন।”
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে আহ্বান জানায়। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী সহিংসতায় জড়ায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে।
