মণিপুরে মোদীর প্রথম সফরকে কেন্দ্র করে সহিংসতা, তোরণে আগুন

দ্বারা zime
০ মন্তব্য 100 দর্শন

 

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজ্যের কুকি অধ্যুষিত চুড়াচাঁদপুর জেলায় তার আগমনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা বেশ কিছু তোরণ ভেঙে ফেলা হয় এবং তাতে আগুন লাগানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলিপ্যাড সংলগ্ন দুটি স্থানে লাঠিসোটা হাতে একদল লোক ভাঙচুর চালায়। এখানেই শনিবার (১৩ সেপ্টেম্বর) মোদীর অবতরণের কথা রয়েছে। ২০২৩ সালে কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর এটিই মণিপুরে প্রধানমন্ত্রীর প্রথম সফর।

মোদীর হেলিপ্যাড থেকে কর্মসূচির স্থান এবং ফেরার পথে এই সড়ক দিয়েই যাতায়াতের কথা। ঘটনাস্থল চুড়াচাঁদপুরের শান্তি ময়দান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। এই ময়দানেই প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরে তিনি রাজ্যের রাজধানী ইম্ফল গিয়ে কাংলা ফোর্টে আরেকটি সমাবেশে বক্তব্য দেবেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ভাঙা কাঠামোর অংশে আগুন ধরিয়ে দিচ্ছেন। অন্য এক ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন নির্বিকারভাবে, আর দুষ্কৃতীরা রাস্তার পাশের সাজসজ্জা ভাঙতে ব্যস্ত।

যদিও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি, স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ অল্প সময়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলেও পরে চলে যায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন