জুলাই স্মৃতি স্থম্ভ পরিদর্শন করে যা বল্লেন সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 91 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জুলাই স্মৃতি স্থম্ভে  আগুন লাগানোর কোন চিহ্ন দেখা যায় নি।ধোয়ার কোনো কালো দাগ নেই স্মৃতি স্থম্ভে। ডিসি মহোদয়কে আরো কয়েকটি সিসিটিভি ক্যামেরা ও লাইট বাড়াতে অনুরোধ করা হয়েছে।পুলিশ টহল জোরদার করা হয়েছে।মঙ্গলবার রাতে জুলাই স্মৃতি স্থম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।তিনি আরো বলেন নাশকতা করার চেষ্টা করলে কেউ ছাড় পাবেনা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ঐ ভিডিওর সত্যতা যাচাইয়ের তদন্ত চলছে।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক এবিষয়ে জানান, যে ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেটি Ai Apps দিয়ে বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।আগামী ১৩ নভেম্বর একটি নিষিদ্ধ ঘোষিত দলের লক ডাউন কর্মসূচিকে সামনে রেখে এমন ভিডিও তৈরি করে জেলার আইন শৃ্ংখলা পরিস্থিতি র অবনতি র বৃথা চেষ্টা করছে একটি কুচক্রী মহল।সদর ওসি আরো বলেন,আমাদের সিনিয়র অফিসারগণ সহ ডিজিএফআই, এনএসআই ও জেলা গোয়েন্দা শাখা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরাও আগুন দেওয়ার বা পেট্রোল দেওয়ার কোন নমুনা দেখতে পাননি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন