পাবনায় ৮ কুকুরছানা হত্যার অভিযোগে সেই গৃহবধূ আটক

দ্বারা zime
০ মন্তব্য 41 দর্শন

ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আট কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে গৃহবধূ নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এ মামলা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে আসামি করা হয়েছে।

এদিকে অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত টিম ঈশ্বরদীতে এসেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে মঙ্গলবারের মধ্যে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। জেনেছি তারা এর মধ্যে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন। নিরীহ প্রাণী হত্যার বিষয়টি সবাইকে বেশ নাড়া দিয়েছে। এদিকে গ্রেফতার গৃহবধূ আখলিমা খাতুন কুকুর হত্যার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার ঘরের পাশেই কুকুরছানাগুলো ছিল। আমার ছোট বাচ্চা রয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে কুকুর ছানাদের সরিয়ে বস্তায় করে দূরে সরিয়ে দিয়েছিলাম। তাদেরকে আমি মারেনি।

প্রসঙ্গত, ১ নভেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের পুকুরে কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন আটটি কুকুরের বাচ্চা বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন