থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা আটক

দ্বারা zime
০ মন্তব্য 14 দর্শন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’-এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহদী হাসান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে শুরু হয় সমালোচনা। কয়েক ঘণ্টা না যেতেই পুলিশের কব্জায় সেই মাহদী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন