পাটকেলঘাটায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 26 দর্শন

পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে এসআই আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আসছে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমাদের এলাকায় ৮০% ভোটার ভোট দিতে যাবে এটা আশা করি। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। পুলিশ আপনাদের পাশে থাকবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিথুন সরকার, তালা ও পাটকেলঘাটা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল্লাহ, কুমিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, বাংলাদেশ ইমাম সমিতির পাটকেলঘাটা থানার সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন