ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান :৪৯৭ বোতল কোরেক্স সহ আটক-০২

দ্বারা zime
০ মন্তব্য 28 দর্শন

সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪ ৯৭ বোতল ভারতীয়  কোরেক্স সহ দুই যুবককে আটক করেছে। আটককৃত যুবকদের নাম আলমগীর হোসেন বাবু জাহিদ হোসেন। আটককৃতদের বাড়ি শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে।

ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বিপিএম এঁর দিকনির্দেশনা মোতাবেক ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্লার নেতৃত্বে দেবের ডিবির এসআই  মিনহাজ, এ এস আই জিহাদ, এ এস আই ইব্রাহিম রাসেল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রাতে শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে অভিযান চালিয়ে ৪৯৭ বোতল ভারতীয় কোরেক্স সহ ঐ যুবক কে আটক করে ডিবি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি রশি নিজামুদ্দিন মোল্লা জানান আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। যাহার মামলা নং-৭ তারিখ: ৯/১/২৬ খ্রী: ওসি ডিবি আরো জানান,আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন