নিজস্ব প্রতিবেদকঃ

৭ মার্চ ১৯৭১ এর সেই শ্রেষ্ঠ বিকেলে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আজ ঐতিহাসিক প্রামান্য দলিল। সারাবিশে^র জন্য তাঁর এই ভাষণকে গৌরবময় স্বীকৃতি এনে দিয়েছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো। সেই শ্রেষ্ঠ বিকেলের শ্রেষ্ঠ ভাষণ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭নভেম্বর) জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় (ক বিভাগ) প্রথম স্থান অধিকার করে মনিরুল ইসলাম, ২য় স্থান অধিকার করে অনিষা রায় এবং ৩য় স্থান অধিকার করে জান্নাতুল ফেরদৌস লিনা। রচনা প্রতিযোগিতায় (খ বিভাগ) প্রথম স্থান অধিকার করে পারভেজ ইমাম, ২য় স্থান অধিকার করে সাইফ রেজওয়ান এবং ৩য় স্থান অধিকার করে তানভীর নাহিদ।
কুইজ প্রতিযোগিতা (ক বিভাগ) প্রথম স্থান অধিকার করে তৌসিফ আহমেদ শিপন, ২য় স্থান অধিকার করে মেহেদী হাসান এবং ৩য় স্থান অধিকার করে সাইফুজ্জামান সাকিব।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা (খ বিভাগ) প্রথম স্থান অধিকার করে পারভেজ ইমাম, ২য় স্থান অধিকার করে সাইফ রেজওয়ান এবং ৩য় স্থান অধিকার করে শরীফ হোসেন।
প্রতিযোগিতার বিষয় ছিল ৭ মার্চ ১৯৭১। পরে দিনটির তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মোস্তাক আহমেদ শুভ্র, ডেভিট প্রমুখ।

সূত্রঃ(পত্রদূত নেট)।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন