শহর প্রতিনিধিঃ মেহেদী হাসান

আজ ১ লা ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ বিশ্ব এইডস দিবস।আর এই দিবস কে ব্যাপক ভাবে প্রচার ও জনগন কে সচেতন করার লক্ষে সাতক্ষীরার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাঃ তহিদুর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ ব্যাপক কর্মসূচি গ্রহন করেন।

আজ সকাল ৯.৩০ মিনিটে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় থেকে সদর হাসপাতাল পর্যন্ত একটি বর্ণাঢ্য র্্যারি বের হয়। উক্ত র্্যালিতে অংশ গ্রহন করেন পুলিশ সুপার জনাব মোঃ আলতাফ হোসেন পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আব্দুল হান্নান,ডাঃ মোঃ তহিদুর রহমান,সিভিল সার্জন সাতক্ষীরা,ডাঃ কাজী আরিফ আহম্মেদ, মোঃ আবুল হোসেন (UH& FPO)সাতক্ষীরা সদর, ডাঃ ফরহাদ জামিল (আরএমও) সহ সদর হাসপাতালের সকল স্থরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এইডস দিবস উপলক্ষে বিনামূল্যে HIV স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয় সদর হাসপাতালের ক্যাম্পাসে, সিভিল সার্জন অফিসের তত্বাবধানে। উক্ত HI V স্কিনিং ক্যাম্পের শুভ  উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলতাপ হোসেন, পিপিএম।

এসময় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তারা এইডস ব্যাধি সম্পর্কে বলেন,এটি একটি মরনঘাতি ব্যাধি।যার ফলাফল মৃত্যু।এইডস কিভাবে ছড়ায়,  এবং কিভাবে প্রতিরোধ করা যায়, সেটা আগে নিজে জানতে হবে অতপর সবাই কে জানতে হবে।বিশেষ করে এইডস প্রতিরোধে রক্ত আদান প্রদানের সময় ওয়ান টাইম সিরিঞ্জ ব্যাবহার করতে হবে।অবৈধ যৌন সম্পর্কে সেফিটি ব্যবহার করতে হবে,এইডস আক্রান্ত রোগীর শরীর থেকে রক্ত নেওয়া যাবেনা ইত্যাদি সচেতনতা মুলক ব্যক্তব্য প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন