নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা আওয়ামীলীগের তিন গুরুত্বপূর্ণ নেতা তালার বালিয়াদহ স্কুল মাঠে জনসভায় দীর্ঘদিন পরে হলেও এক মঞ্চে দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন। রবিবার ২৪শে ডিসেম্বর তালার মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাণ বাবু গণেশ দেবনাথের সভাপতিত্বে বিজয়ের ৪৬ বছর উৎযাপন ও বঙ্গবন্দুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো পুরুস্কারে ভূষিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা ইউনিয়ন শাখার উদ্দোগে এক জনসভার আয়েজন করে।

জনসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়েদুল কাদের এম পি গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা সফরের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্য্যক্রম পরিচালনার যে নির্দেশ রেখে গেছেন তার অংশ হিসাবে সভায় উপস্হিত নেতৃবৃন্দ একই সুরে সুর মিলিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নের আহব্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্দুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। যার সুফল আমরা ভোগ করছি, স্বাধীনতার ৪৬ বর্ষপূর্তি আমরা উৎযাপন করতে পারছি। দীর্ঘদিনের পরে হলেও আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো পুরুস্কারে ভূষিত করে মহুরুম বঙ্গবন্ধুকে সন্মানিত করা হয়েছে। বাঙ্গালীকে সন্মানিত করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের মাঝে মর্যদাশীল জাতি হিসাবে প্রতিষ্ষ্ঠিত করেছে। পদ্মাসেতুর মত মেগাপ্রকল্প বাস্তবায়নের মাঝপথে। ১০ টাকা কেজি দরে হতদারিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে, দুঃস্হদের মাঝে বিনামূল্যে মাথাপিছু ৩০ কেজি চাউল বিতরণ করা হচ্ছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা চালুকরা হয়েছে, ৪০দিনের কর্মসূচীর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্হান করা হয়েছে, ন্যাশনাল কর্মসূচীর মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্হান করার ব্যবস্হা করা হয়েছে। বাংলাদেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে জননেতৃ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

সে ক্ষেত্রে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করার কোন বিকল্প নেই। বিকাল ৪ টায় এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সন্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইজ্ঞিঃ শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি – সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পদক ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,সাধারণ সম্পদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যাণ ঘোষ সনৎ কুমার,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, মোঃইখতিয়ার হোসেন,গাজী আব্দুল হান্নান, সমীর দাশ,রামপ্রসাদ দাশ, রফিকুল ইসলাম,রাজীব হোসেন রাজু,রাজু আহন্মেদ,সরদার জাকির হোসেন,কাজী হিল্লোল,সরদার মশিয়ার রহমান,দেবাশীষ মুখার্জী, আঃ করিম, রবিউল ইসলাম প্রমুখ।
সূত্রঃ Daily Satkhira.com





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন