নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরব আরব থেকে পাওয়া কোরবানীর মাংস (দুম্বার) ফকির/ভিক্ষুকদের এবং দুস্থদের মাঝে বিতরণ করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এতিমখানা ঘুরে প্রায় ১০ হাজার অসহায় মানুষদের মাঝে এ মাংস বিতরণ করা হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের বাকি মাংস বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন জানান, তালা উপজেলার জন্য ১২৯ কার্টুন মাংস বরাদ্ধ হয়। এর মধ্যে উপজেলার ১২ ইউনিয়নে ৫ প্যাকেট করে, ১৬টি এতিম খানা ১৬ প্যাকেট, উপজেলা পরিষদে ৬ প্যাকেজ, মুক্তিযোদ্ধাদের ৬ প্যাকেট, সৈনিকদের ৬ প্যাকেজ দেওয়া হয়েছে। বাকি প্যাকেট গুলো থেকে মাংস পিচ পিচ করে পুলিশ পাহারার মধ্যে দিয়ে তালা উপজেলাই প্রায় ১০ হাজার অসহায় দুস্থ ও ভিক্ষুকদেও মধ্যে বিতরণ করা হয়।

তালার রহিমাবাদ গ্রামের নুরইসলাম গাজী জানান, দুম্বার মাংস শুধু নামেই শুনেছি। গরীব মানুষ কখনো এসব হাতে পায় না। তবে এই ইউএনও স্যার তালাতে যোগদানের পর থেকে ব্যতিক্রম দেখলাম। অসহায় দুস্থদের মাঝে মাংস বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাংস কেটে পিচ পিচ করে উপস্থিত গরীব দু:খীদের মাঝে কুরবানীর মাংস বিতরণের ন্যায় লাইন দিয়ে দাড় করিয়ে নিজে উপস্থিত থেকে বিতরণ করেন। গরীব দু:খী মানুষরা এসব মাংস পেয়ে বেশ আনন্দিত।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন