নিজস্ব প্রতিবেদকঃ
আজ ৩০ শে ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ তারিখ।বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় সাতক্ষীরাতেও জমকালো আয়োজনে ও বর্ণীল সাজে সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে।সাতক্ষীরা জেলার সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র গুলো সেজেছে বিভিন্ন রঙ এর বেলুন ও ফেষ্ঠুন দিয়ে। প্রত্যেক কেন্দ্রের SACMO এবং FWV গন আন্তরিক ভাবে গর্ভকালীন,প্রসোবকালীন ও প্রসোবত্তোর সেবা দিয়ে যাচ্ছেন আজ।

ইতি মধ্যে জেলার সুযোগ্য উপ-পরিচালক জনাব রওশন আরা জামান কনকনে শীত উপেক্ষো করে দেবহাটা উপজেলার নওপাড়া, বহেরা,পারুলিয়া সহ বিভিন্ন মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কেন্দ্র পরিদর্শন করেছেন।এছাড়াও সাতক্ষীরা সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা জনাব মোঃ নকিবুল হাসান ও মেডিকেল অফিসার ( Momch-Fp) ডাঃ মোঃ আমিনুল ইসলাম সকাল ১০ টার দিকে ভোমরা ও আলিপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করতে যান।

প্রাপ্ত তথ্যের ভিতরে যানা গিয়েছে সাতক্ষীরা সদরে সেবা সপ্তাহের প্রথম দিনে স্থায়ী পদ্ধতি ৮ জন,ইমপ্লান্ট ১৩ জন,আইইউডি ১৩ জন,ইনজেকশান গ্রহন করেছেন ৫৬ জন,জন্ম বিরতি নিয়ন্ত্রন পিল গ্রহন করেছেন ৮৭জন,কনডম গ্রহন করেছেন ৫৬ জন,ডেলিভারী সেবা নিয়েছেন ৬ জন,প্রসবোত্তর যত্ন সেবা নিয়েছেন ২৭ জন,০-৫ বৎসরের শিশু যত্ন সেবা নিয়েছেন ৩০৮ জন,সাধারন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন মহিলা ২৯১ জন,আর পুরুষ রোগী চিকিৎসা সেবা নিয়েছেন ৫৭ জন
। যেটা সেবা সপ্তাহের প্রথম দিনের সাফল্য হিসাবে ধরা হয়েছে।
আগামী ০৪ ই জানুয়ারী ২০১৮ তারিখ পর্যন্ত সারা জেলার ন্যায় সাতক্ষীরাতে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা কার্যক্রম অবহ্যত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন