নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় আশাশুনিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডাররা (সিএইচসিপি) দাবী আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। গতকাল (সোমবার) সকালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
সিএইচসিপি কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক সিএইচসিপিদের চাকুরী রাজস্ব করণের দাবীতে, আশাশুনি উপজেলায় কর্মরত সিএইচসিপিবৃন্দ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ২০ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছে। ২৬ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। গতকাল সোমবার তারা উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা ও ইউএইচএ ডাঃ অরুন ব্যানার্জীর হাতে পৃথক পৃথক স্মারক লিপি তুলে দেন। এসময় সিএইচসিপিদের মধ্যে বজলুর রহমান, অমিত সানা, সেলিম রেজা, সাইফুল বাশার, রবিউল ইসলাম, মোজাম্মেল হক, নাভিদ ওয়াহিদ, হরিদ্শা অধিকারী, সেলিনা আক্তার, স্মৃতি রাণী, শারাবান তহুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট