নিজস্ব প্রতিনিধি:
জমকালো আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ও সদ্য পদন্নতি প্রাপ্ত যুগ্ম-সচিব জনাব আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘লেখাপড়ার পাশা পাশি খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশা পাশি খেলার প্রতি সমান মনোযোগি হতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা ও উম্মে হাবিবা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সোহেলী সুলতানা, মো. আনিছুর রহমান, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, আসাদুজ্জামান ও মো. মমতাজ হোসেন প্রমুখ। আগামী ২৮ জানুয়ারী বিকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রঃপত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন