নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব কে,এম আরিফুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব আতিকুল হক এঁর নির্দেশনা মোতাবেক পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ জনাব মোল্লা জাকির হোসেনের নের্তৃত্বে পৃথক পৃথক অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, এসআই(নিঃ) পীযূষ দাস, এসআই(নিঃ) আসাদুজ্জামান মিন্টু, এসআই(নিঃ) নিখিল চন্দ্র বিশ্বাস, এএসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ইং- ০১/০২/১৮ তারিখ বিকাল অনুমান- ০৫.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন ত্রিশ মাইল নামক স্থান থেকে ১। মোঃ আব্দুল্লাহ মোড়ল (৩০) পিং- আনছার আলী মোড়ল, সাং- কাশিয়াডাঙ্গা, ২। হাসানুজ্জামান ওরফে মিলন (২১) পিং- আব্দুস সামাদ শেখ, সাং- কুমিরা, উভয় থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করা হয়।

অতঃপর প্রাথমিক তদন্তে ও তাকে জিজ্ঞাসাবাদে নাশকতা মূলক কর্মকান্ড সম্পাদন কারার স্বাক্ষ্য প্রমান পাওয়ায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উক্ত ১নং আসামী জামায়াত ইসলামীর সক্রিয় কর্মী ও ২নং আসামী ইসলামী ছাত্র শিবিরের সাথী। এছাড়া অদ্য ইং- ০২/০২/১৮ তারিখ সকাল অনুমান- ১০.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন খলিষখালী ইউনিয়নের দলুয়া বাজার থেকে খলিষখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মোঃ আমির আলী সরদার ওরফে আমু (৬৫) পিং- মৃতঃ জেহের আলী সরদার, সাং- টিকারামপুর , থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ও তদন্তকালে জানা যায় যে, সে পাটকেলঘাটা থানার একাধিক নাশকতা মামলার ঘটনার সহিত জড়িত এবং উল্লেখিত মামলার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। নাশকতা মূলক কর্মকান্ড সম্পাদন করার সাক্ষ্য প্রমান পাওয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন