সিটিজেন জার্নালিস্টঃ
পাঠকের চাহিদা কি তা আপনাকে বুঝতে হবে। পাঠক কোন খবরের ওপর বেশি গুরুত দেয় সে বিষয়টিও আপনার বিবেচনায় আনতে হবে । আবার সবার আগে খবরটি পরিবেশন করতে হবে। সংবাদটি অতি দ্রুত দিতে না পারলে আপনি পিছিয়ে পড়লেন। একজন পাঠক হিসাবে এগুলিই আমাদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা কি অনলাইন সংবাদ মাধ্যম পূরন করতে পারছে। যদি না পারে তাহলে নিজেদের করনীয় আপনারাই ঠিক করে নিন । কারণ আমরা চাই সঠিক সংবাদ। দ্রুত পরিবেশিত সংবাদ। সঠিক তথ্য সম্বলিত নির্ভুল সংবাদ।
মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইন সংবাদ মাধ্যম “ভয়েস অব সাতক্ষীরা ডটকম” এর প্রতিনিধি সম্মেলনে একথা বলেন অভ্যাগতরা । তারা বলেন শিক্ষা, কৃষি, শিল্প, শ্রমবাজার, দুর্নীতি , অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা , সফলতা এসব খবরই আমরা চাই। আমরা চাই উন্নয়নের খবর । আমরা চাই রাজনীতির খবর ,দেশের খবর, সরকারের খবর । আমরা চাই সামাজিক বিশৃংখলা বিরোধী খবর, আইন আদালত, নাগরিক বঞ্চনার খবর, নাগরিক সুবিধার খবর, নারী নির্যাতনের খবর। চাই সরকারি ও বিরোধীদল সমূহের খবর। চাই খেলা, বিনোদন, সাফল্য, সাহিত্য, সংস্কৃতির খবর। চাই বাজার দর, চাই মুক্তিযুদ্ধ কালিন খবর । ভাষার খবর। পাঠকসমাজের চাহিদা অনেক । আর এই চাহিদা পূরনের দায়িত্ব তো আপনাদের , যারা সাংবাদিক। এ ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি কী সংবাদ দিলেন , আর কী না দিলেন। তবে সংবাদের মোড়কে কোনো অসংবাদ চাই না। একজন রুচিশীল পাঠক হিসাবে কোনো কুরুচির সংবাদ, কোনো নোংরা ভাষার সংবাদ দেখতে চাইনা। এমন কোনো সংবাদ দেখতে চাই না যা আমার সমাজকে কলুষিত করে। এমন কোনো সংবাদ পাঠিয়ে বাহবা নেবেন না যে সংবাদ আমাদের শিশু সন্তানদের পড়ানো যায় না। যে সংবাদ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে সে সংবাদ পাঠক দেখতে শুনতে এমনকি পড়তেও চায়না। একজন সাংবাদিক ও একজন সম্পাদক প্রকাশককে এসব বিষয় মাথায় রেখে ক্জা করতে হবে।
জনপ্রিয় গনমাধ্যম ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক এম কামরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের চার সাবেক সভাপতি সুভাষ চৌধুরী , আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আনিসুর রহিম ও মনিরুল ইসলাম মিনি, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি,প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আবদুল ওয়াজেদ কচি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক অসীম চক্রবর্তী প্রমুখ। সাংবাদিক আবদুস সামাদের সঞ্চালনায় উৎসবমুখর অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাংবাদিকরা ছাড়াও অংশ নেন সাতক্ষীরার সাংবাদিকরা।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন একটি সংবাদ সত্য হলে তা সমাজের জন্য মঙ্গলকর। কিন্তু সংবাদটি মিথ্যা বা অসত্য হলে তা সমাজের মারাত্মক ক্ষতিসাধন করে উল্লেখ করে তারা বলেন বিশেষ করে অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদ দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে যায়। মুহুর্তেই তা শেয়ার হয় ফেস বুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিনিধি সভায় তারা আরও বলেন আপনারা খবরটি পরিবেশনের আগে তা বারবার চেক ক্রস চেক করে নেবেন। ভুল ভ্রান্তি দুর করবেন। ভুল বানান ভুল বাক্য ভুল শব্দ চয়ন এড়িয়ে চলবেন। সংবাদটিকে সুখপাঠ্য করবেন। সংবাদটিকে অহেতুক লম্বা করে তা পড়ার ধৈর্য্যচ্যুতি ঘটাবেন না।
প্রধান অতিথি জেলা পরিষদ চেয়্রাম্যান মো.নজরুল ইসলাম বলেন ‘ আমরা সব সংবাদ দেখতে চাই। তবে কোনো মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ যা ব্যক্তি রাষ্ট্র ও সমাজের ক্ষতি করে তা দেখতে চাইনা। তিনি বলেন নির্ভুল সংবাদই সবার কাছে গ্রহনযোগ্য। তিনি আরও বলেন একজন সাংবাদিককে অবশ্যই সব তথ্য জানতে হবে । তিনি সে অনুযায়ী রিপোর্ট করবেন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথি জেলা পুলিশিং কমিটির আহবায়ক ডা. আবুল কালাম বাবলা বলেন আমরা সঠিক সংবাদ দ্রুত দেখতে চাই। এজন্য সাংবাদিককে দ্রুততার সাথে কাজ করতে হবে। প্রেসক্লাব সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন সাংবাদিকদের অনেক বেশি গতিশীল হতে হবে। তাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। সাবেক সভাপতি সুভাষ চৌধুরী বলেন সংবাদে নির্ভুল বানান , নির্ভুল বাক্য , নির্ভুল শব্দ ব্যবহারে সচেতন হতে হবে। সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন যার সংবাদমূল্য আছে সেটাই হবে সংবাদ । যার নিউজ ভ্যালু নেই তা যেনো সংবাদ না হয়। সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম বলেন একজন সাংবাদিকেেক সমাজের সব দিকে দৃষ্টি রেখে কাজ করতে হবে। আমাদের সামাজিক ও নাগরিক বঞ্চনার দিকেও নজর থাকতে হবে। সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি বলেন সকল বিষয়ের সংবাদ দেখতে চায় পাঠক। পাঠকের চাহিদা পূরনে সতর্ক থাকতে হবে। প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি বলেন সংবাদ যেনো সুখপাঠ্য হয় এবং সেটি যেনো খুব লম্বা না হয় সে বিষয়টির দিকে নজর থাকতে হবে। সাধারন সম্পাদক আবদুল বারী বলেন রিপোর্ট পরিবেশনের আগে তার আইনগত বাধ্যবাধকতার দিকে খেয়াল রাখতে হবে । সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী বলেন সাংবাদিকের দায়িত্ব সমাজের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলা।
স্বাগত বক্তব্যে ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান বলেন গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা সাংবাদিককে সব সময় খবরের পেছনে ছুটতে হবে । টেবিল মেড খবর কিংবা অন্যের কাছ থেকে ধার করা খবর পরিহার করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে তাদের পরিচয়পত্র ছাড়াও বিভিন্ন গিফট তুলে দেন অতিথিরা।

দ্বিতীয় অধিবেশনে কেবল মাত্র ভয়েস অব সাতক্ষীরার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান। প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় ভয়েস অব সাতক্ষীরা ডটকমের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সুকুমার দাশ বাচ্চু, এস এম আলাউদ্দিন সোহাগ, অধ্যাপক কে এম আনিসুর রহমান, আমিনা বিলকীস ময়না, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আব্দুর রহমান, সেলিম হোসেন , নাজমুল আলম মুন্না, আশরাফুল আলম, মাহাবুবুর রহমান, নাদিম মোস্তফা, আর কে বাপ্পা,বি.এম জুলফিক্কর রায়হান,কামরুজ্জামান মোড়ল, এস কে হাসান, সুমন মুখার্জ্জী, গোপাল কুমার মন্ডল, আশিকুর রহমান, বিজয় কুমার মন্ডল, আসাদুজ্জামান মুকুল, অমিত কুমার দাশ প্রমুখ।

তথ্য সরবরাহঃ ভয়েজ অফ সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন