সিটিজেন জার্নালিস্ট :
তালা উপজেলার খলিল নগর ইউনিয়ন ভূমি অফিস’র নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৯৭ লাখ ৫শ টাকা ব্যয়ে নির্মান ভবনটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন ।

এসময় উপস্থিত ছিলেন,তালা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ ফরিদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী ড.এস এম হেলাল উদ্দীন, নির্বাহী প্রকৌশলী একেএম ফজলুর রহমান, উপ-সহকারী পেকৌশলী মোঃ এমদাদুল হক, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু, ইউনিয়ন ভুমি কর্মকর্তা তালুকদার মোঃ হাসানাত, সহকারী মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা গোলদার মিজানুর রহমান, আ’লীগ নেতা মোঃ জামাল উদ্দীন সহ শতাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনিয়ন ভুমি অফিসটি সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়ে আজ উদ্বোধন করা হলো।

তবে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৯৭ লাখ ৫শ টাকা ব্যয়ে নির্মানকৃত ভবনে রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শুভঙ্করের ফাঁকি। উদ্বোধনের আগেই দেখা গেছে ফাটল ও ড্যাম ঝরে পড়ছে দেওয়ালের পিলাষ্টার। এনিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুনজন।
সুত্রঃ Tala News24





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন