সিটিজেন জার্নালিস্ট : দেবহাটায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে বিজিবির টহল ও আঃলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক অবস্থান।

গতকাল বুধবার রাতে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।

আটককৃতরা হলো- উপজেলার ঘলঘলিয়া গ্রামের ফজলু সরদারের ছেলে রবিউল ইসলাম (২৮), আশকারপুর গ্রামের মৃত শহিদুল্লাহ গাজীর ছেলে আবু জাফর (৪৮) ও গোপাখালী রহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৯)। ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করে।

২০০৯ সালের ৫ আগস্ট এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, সাবেক মূখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দীন আহমেদ ও বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৫ জানুয়ারি রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। এই রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলা এলাকায় দেবহাটা থানা পুলিশ নিরবিছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।

আজ বৃহষ্পতিবার সকাল থেকে কালিগঞ্জ সার্কেলর সদ্য পদন্নতি প্রাপ্ত (এডিশনাল এসপি) মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, ওসি (তদন্ত) শরিফুল ইসলামের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া উপজেলার পারুলিয়া, কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, টাউনশ্রীপুর, দেবহাটা সদরসহ বিভিন্ন এলাকায় আঃলীগের সর্বস্তুরের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মীদের সাথে বিভিন্ন সভায় যোগদান করেন। ওসি কাজী কামাল জানান, উপজেলার সকল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কাজ উল্লেখ করে তিনি বলেন, সকল এলাকায় পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন