সিটিজেন জার্নালিস্ট (জিমি):
ফেব্রুয়ারি বৃহস্পতিবার জার্মানে অনুষ্ঠিত বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন ওয়ার্ল্ড “এন্টি টেরোরিজম ওর্গানাইজেশন”র মতবিনিময় সভায় যোগদান শেষে সাতক্ষীরায় ফিরেছেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জার্মান থেকে রওনা হয়ে শনিবার সন্ধায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান। পরে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৯টায় সাতক্ষীরায় পৌছান তিনি।
এ দিকে, জার্মান থেকে ঢাকা হয়ে নিজ জেলা সাতক্ষীরাতে ফিরে আসার খবর পেয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা ব্রীজ এলাকা

থেকে অভ্যর্থনা জানিয়ে শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা সহকারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে নিয়ে শহরের নারিকেলতলা মোড়, খুলনারোড মোড়, নিউমার্কেট মোড়, পাকাপুল হয়ে শহীদ নাজমুল স্মরণী সড়কে মিনিমার্কেটে সংবর্ধনা অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।

সেখানে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাড. ওসমান গনি, যুব আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা আহবায়ক এ্যাড.শেখ তামিম হোসেন সোহাগ, যুগ্ম আহবায়কএ্যাড.সাইদুজ্জামান(জিকো)জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জোন্সা আরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জিয়াউল হক রনিসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

সংবর্ধনা গ্রহণ শেষে সদর এমপি সাতক্ষীরা শহরের মুনজিতপুর মীর এরশাক আলী ভীলায় তাঁর নিজ বাস ভবনে ফিরে আসেন।
প্রাসংঙ্গতঃ বিমান বন্দর থেকে নামার পরপর ই সাতক্ষীরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তফা লুৎফুল্লাহ এম.পি সর্ব প্রথম বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি কে যশোর এয়ারপোর্ট থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন।অতপর,সাতক্ষীরাতে পৌছানোর পরে দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় তিনি সিক্ত হন।

উল্লেখ্য, গত ১ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জার্মানীর হেসেন প্রদেশের রাজধানী ভিসবার্ডেন অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথির বক্তব্যে জার্মানী সফররত সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনসহ দেশের উন্নয়ন কর্মকান্ডে জার্মান সরকারের অবদান বাংলাদেশ সরকার কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ। সময়ের সাথে সাথে সন্ত্রাসের ব্যাপকতা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসবাদ কোন একক বা বিচ্ছিন্ন সমস্যা নয়।

সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করার সময় এসেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে শক্ত হাতে, ক্ষুধা ও দরিদ্র মুক্ত জাতি গঠনে যেমন সফলতা অর্জন করেছেন, ঠিক তেমনই সন্ত্রাস ও জঙ্গি দমনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সন্ত্রাসবাদ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত এক দশকে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসী হামলা বেড়েছে এবং ছড়িয়ে পড়েছে, সমাজ ধ্বংস হয়েছে এবং সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে। গত বছর ১শ টির ও বেশি দেশে কমপক্ষে ১১ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

যার ফলে ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং ৩৩ হাজার মানুষ আহত হয়েছে। বিশ্বায়নের এই যুগে একটি রাষ্ট্রের ব্যর্থতা দ্রুত প্রতিবেশী দেশের জন্য হুমকি হয়ে ওঠে এবং তা অনেকদূর অতিক্রম করতে পারে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ডাক দিতে হবে। আমাদের সবার নীতি প্রণয়ন একতা, সংহতি এবং সহযোগিতার হাত বাড়াতে হবে অর্থাৎ একতাবদ্ধ হতে হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও নিরাপত্তা সংস্থার সহযোগিতা আরো জোরদার করার একটি জরুরি প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সম্পর্কে এখনও কোনো ঐকমত্য তৈরি হয়নি। কার্যকরী সন্ত্রাসবিরোধী পন্থা হিসেবে টেকসই কাউন্টার-টেরোরিজম ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে সবধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন জার্মানীর হেসেন প্রদেশের পার্লামেন্টের সদস্যরা।

মতবিনিময় সভায় ভিসবাডেন’র সি ডি ইউ এর সাধারণ সম্পাদক ও এমপি মানফ্রিড পেন্টস ও নিরাপত্তা বিষয়ক প্রাদেশিক পার্লামেন্ট এর সদস্য আলেকজান্ডার বাওয়ার বলেন, সন্ত্রাস দমনে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি অনেক দেশের জন্যেই অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সিনিয়র সহ-সভাপতি সাগির খান স্বপন, সাধারণ সম্পাদক মিসেস সাবরা খান। অনুষ্ঠানে জার্মানীতে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক ও প্রতিকৃতি নির্মাণের ও দাবি জানানো হয়।
তথ্যঃ সাতক্ষীরা টাইম্স ২৪ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন