সিটিজেন জার্নালিস্ট(জিমি):
মান-সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ দিন ব্যাপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ইন্সট্রাক্টর মো. আবু তাহের এর সভাপতিত্বে বিষয় ভিত্তিক ইংরেজি বিষয়ে ৩য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি ইন্সট্যাক্টর মো. ইয়াছিন আলী, ডিইও কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা জ্যেৎন্সা আরা, প্রশিক্ষক আবু হাসনাত ও ফারজানা বানু সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিী, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ প্রমুখ।
তথ্যঃভয়েস অফ সাতক্ষীরা।
পূর্ববর্তী পোস্ট