
………………………………………………………………………………….
সিটিজেন জার্নালিস্ট (জিমি):
সাতক্ষীরা পুলিশ লাইন্সে মঙ্গলবার ১০.৩০ ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় কল্যাণ সভায় সভাপতিত্ব সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা কেএম আরিফুল হক, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আজম খান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সংরক্ষিত পুলিশ পরিদর্শক, জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য এবং মিনিস্ট্রিয়াল স্টাফগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সাতক্ষীরা জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ সুপার জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। অতঃপর তিনি উপস্থিত সকলের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
যে সকল থানার সাব-ইন্সপেক্টর বৃন্দ রেকর্ড পরিমানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন,রেকর্ড পরিমানে সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছেন,তাদের কে উক্ত কল্যাণ সভায় ক্রেস্ট দিয়ে পুরুস্কৃত করেন,জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।এসময় ভাল কাজের পুরুস্কার হিসাবে সাতক্ষীরা থানার এসআই রফিকুল ইসলাম,এসআই মিরাজ আহম্মেদ সহ অন্যান্য থানার এসআই বৃন্দ পুরস্কার প্রাপ্ত হন।অতপর, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয় নিয়ে জেলা পুলিশের সকল সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও সর্তকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিশেষে পুলিশ সুপার সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কল্যাণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
