★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সড়ক পথে সুন্দরবন এটি হবে সাতক্ষীরার ব্রান্ডিং লোগো।জেলার সৌন্দর্যবর্ধন করার লক্ষে সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন করেন বিদায়ী জেলা প্রশাসক ও বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব জনাব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং এ জেলাকে দেশের সকল মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারবে। এ জেলা একটি সম্ভাবনাময়ী জেলা। সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং এ জেলাকে নতুনভাবে পরিচিতি করিয়ে দেবে। তিনি সাতক্ষীরা জেলা ও মানুষের ভালবাসায় মুগ্ধ হয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন কালেও সম্ভব হলে সাতক্ষীরার মানুষের জন্য কাজ করবো। এটাই আমার সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে শেষ অনুষ্ঠান। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।’ এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনিম ও আরডিসি সাদিয়া ইসলাম প্রমুখ। জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন