★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরায় ৬০০ বোতল ফেনসিডিল সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে সাতক্ষীরার ডিবি পুলিশের চৌকশ অফিসার বৃন্দ।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যানা যায়, অদ্য ০৬/০৩/২০১৮ খ্রিস্টাব্দ তারিখে অথাৎ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর থেকে দুই মাদক ব্যবসায়ীকে বস্তাভর্ত্তি ৬০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে জেলার গোয়েন্দা শাখার পরিদর্শক আলী আহম্মেদ হাশেমী জানান,পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হকের নির্দেশনা মোতাবেক চলমান অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে পরিদর্শক শাহারীয়ার কবিরের নেতৃত্বে এসআই মজ্ঞুরুল হাসান,এসআই মিজান,এএসআই জিয়া ও এএসআই শরিয়াতুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স গভীর রাতে অভিযান চালিয়ে ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর থেকে কবিরুল ইসলাম ও মোস্তাকিম হোসেন কে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে বস্তাভর্ত্তি
৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃতা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রেউই বাজার এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে কবিরুল ইসলাম(২৩) ও বাঁশদহা এলাকার তমেজ উদ্দিনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪)।ধৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তাদের নামে স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫/বি(২) ধারায় মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।বিঞ্জ আদালত আসামীদ্বয় কে সাতক্ষীরা কেন্দ্রীয় জেল হাজতে প্ররণ করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন