
★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- শীর্ষক স্লোগান নিয়ে হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া পল্লী রেশনিং কার্যক্রমের আওতায় প্রত্যেক পরিবারকে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ কার্যক্রম অাজ সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
প্রধানমন্ত্রী প্রদত্ত ৩০ কেজি চাউলের বস্তা নিজ মাথায় নিয়ে উপস্থিত জনগণের কাছে হস্তান্তর করেন এমপি জগলুল হায়দার। প্রত্যেককে ১ কেজি করে সর্বমোট ৫০৪ জনকে ৫০৪ কেজি চাল ফ্রি দেন এমপি জগলুল হায়দার, যার মূল্য সংসদ সদস্য নিজেই পরিশোধ করেন।চাল বিতরন কালে তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা ৫ই জানুয়ারীর নির্বাচনের পুর্বে বাংলার মানুষ কে কথা দিয়েছিলেন,১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন।আর সেই প্রতিশ্রুতি মোতাবেক আজ কে ১০ টাকা কেজি দরে চাল বিতরন করা হল।তিনি আরো বলেন,আপনারা নৌকার উপরে আস্থা রাখুন।নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়,মানুষ শান্তিতে থাকে।তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
