★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি)
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে শুরু হয়েছে। পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আজ রবিবার।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জি. মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি চালকদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার, সাতক্ষীরার ট্রাফিক ইন্সপেক্টর মো. মোমিন হোসেন, মোটরযান পরিদর্শক মো. আমির হোসেন, ম্যাকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিএ প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, মো.হাফিজুুর রহমান, মো.আব্দুল জব্বার সরদার, জিয়াদ আলী, মো. আব্দুল মহিম, মো.আলমগীর কবির ও মো. রমজান আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি নাসির উদ্দীন, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো.আমির হোসেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন