★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জানবে বিশ্ব জানবে দেশ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন, জেলা ত্রান ও পূর্ণরবাসন কর্মকর্তা একিমিত্র চাকমা, সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে নয়টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে দূর্যোগ বিষয়ক মহাড়া অনুষ্ঠিত হয়।মোহড়া অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা ফায়ার সার্ভিসের ইউনিটের কাছ থেকে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রাকটিস করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন