★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের মার্চ ২০১৮ সালের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য ১৫ ই মার্চ বেলা ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও স্বাস্থ্য ক্যাডারের ২৭ তম বিসিএস অফিসার জনাব মোঃনকিবুল হাসানের সভাপতিত্ব উক্ত সভায় ব্যক্তত্ব রাখেন,ডাঃ মোঃ আমিনুল ইসলাম,মেডিকেল অফিসার(Momch-Fp), সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার জনাব মোঃ মফিকুল ইসলাম প্রমুখ।
সভার শুরুত্বে আজ রাষ্টীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সহ সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক,সকল পরিবার কল্যাণ পরিদর্শীকা, ও সকল পরিবার কল্যান সহাকারী বৃন্দ দাঁড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করেন নেপালের কাডমুন্ডু ত্রিভুবন আন্তজার্তিক বিমান বন্দরে বিমান বিধ্বস্থে ৫১ জন নিহতের আত্মার শান্তি কামনা করে।
অতপর,মাঠ পর্যায়ের সকল কর্মীদের লক্ষমাত্রা ও অর্জন নিয়ে মুল্যায়ন করা হয়।চলতি মাসের ২০/৩/১৮ তারিখ থেকে ২৫/৩/২০১৮ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ ব্যাপি সাতক্ষীরাতে সেবা সপ্তাহ পালন করা হবে।উক্ত সেবা সপ্তাহে সবাই কে আন্তরিক ভাবে কাজ করার জন্য কর্মকর্তারা জরুরী তাগিদ দেন।এফডব্লুউ ভি দের কে এ্যপ্রোন পরিধান করে ক্লিনিকে দায়িত্ব পালন করতে বলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম।এছাড়াও
ন্যাশনাল সার্ভিসের ৭৩ জন কর্মচারীকে সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে কাজ করার জন্য যুব উন্নয়ন অফিস থেকে প্রেষনে কাজ করার জন্য পাঠানো হয়।তাদের কে বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য ও পঃপঃ সেবায় কাজ করার জন্য লিখিত অফিস আদেশ দেওয়া হয়।
অতপর,সভায় আর কোন ব্যক্তব্য না থাকায় সভার সভাপতি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব নকিবুল হাসান অফিস সহকারী আল হাজ্জ আলী আহম্মেদ কে নেপালের কাডমুন্ডু ত্রিভুবন আন্তজার্তিক বিমান বন্দরে বিমান দূর্ঘটনায় ৫১ জন নিহত আরোহীর আত্মার শান্তি কামনা করে ও কুড়িগ্রাম জেলার মৃত এফপিআই এঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করে দোয়া করতে বলেন।দোয়া শেষে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রাসংঙ্গতঃগত ১২ ই মার্চ ২০১৮ তারিখ রোজ সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তজার্তিক বিমান বন্দরে বিমান অবতারনের সময় আকস্মিক দূর্ঘটনায় দেশী – বিদেশী ৫১ জন আরোহী নিহত হন।সে উপলক্ষে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম মহোদয় রাষ্ট্রপতির অনুমতিক্রমে গতকাল ১৪ ই মার্চ ২০১৮ তারিখ একটি প্রজ্ঞাপন জারি করেন।যার নং ০৪.০০.০০০০.৪২৩.২২.০০২.১৩.৪৭ উক্ত প্রজ্ঞাপনে আজ ১৫ ই মার্চ ২০১৮ তারিখ একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষে দেশের সকল সরকারী-আধা সরকারী, স্বায়ত্ব শ্বাষিত প্রতিষ্ঠান,বেসরকারী প্রতিষ্ঠানের ভবন সমূহে ও বিদেশসস্থ্য বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য সংশ্লিষ্ট সকল কে নির্দেশনা দেওয়া হয়।