সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১০ দিন রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরায় সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু পাঠাগার প্রাঙ্গণে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান শেষে এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারক নাথ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ফেরদৌস পলাশ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন। বিদেশ সফর শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, বিদেশের প্রতিটি কর্মকান্ড নিয়ম শৃঙ্খলার মধ্যদিয়ে চলে। আমরা সবাই সচেতন হলে বাংলাদেশও হবে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি কর্মকান্ড অত্যন্ত দুরদর্শীতার সাথে পরিচালনা করে আসছেন। আমাদের সম্মিলিত প্রয়াসই পারে দেশকে আরো উন্নতির শিখরে পৌছে দিতে। তিনি আরো বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান। বর্তমান সরকার এমন কোন সেক্টর নেই সেখানে সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে আবারও বিজয়ী করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যে চারটি আসন আছে সেখানে নেত্রী যাকে নৌকার প্রতিক দিবে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ক্জা করতে হবে। আলোচনা সভা শেষে সাতক্ষীরার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, সদর থেকে আগত নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা করে ঝাউডাঙ্গা থেকে প্রধান অতিথিকে সাতক্ষীরায় নিয়ে আসে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন