সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ উপলক্ষে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (পিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ডাঃ গঙ্গা গোবিন্দ পাল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান,সহকারী পুলিশ সুপার তালা সার্কেল অপু সরোয়ার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আশাশুনী অরুণ কুমার ব্যানার্জী, কলারোয়া উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, বক্তারা বলেন ভিটামিন এ শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি শিশুর মৃত্যুর ঝুকি কমায়। মনে রাখবেন শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়াতে হবে। সকলের সচেতনতা ছাড়া এটি কোন ভাবে সম্ভব নয়। উলেখ্য এবার জেলার সাত উপজেলা দুটি পৌর সভা ৭৮টি ইউনিয়নে ২৩৪টি ওয়ার্ডে ২০৩১টি টিকা কেন্দ্র ৬২১ জন স্বাস্থ্যকর্মী সরকারী ও ২১৮ জন বেসরকারী। ৪০৬২ জন স্বেচ্ছাসেবক ৬-১১ মাস বয়সী ২১৭২৮ শিশুকে একটি করে নীল রং এর ও ১২-৫৯ মাস বয়সী ২০৮৪১০ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ পিয়াল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদিশ চন্দ্র হাওলাদার ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনূর খাতুন।
০ মন্তব্য
পূর্ববর্তী পোস্ট