♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০১৮ তে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা।
“পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবধিকার” উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরায় জমকালো আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ১১ ই জুলাই ২০১৮ উদ্যাপন করা হয়েছে।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকাল ৯ টায় শহীদ আব্দুর রার্জ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য একটি র্্যালি বের হয়।জেলা পরিবার পরিকল্পনা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের যৌথ আয়োজনে র্্যালিতে অংশ গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,উপ-পরিচালক (পঃপঃ)জনাব রওশন আরা জামান,সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট ও নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন,সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার,সহকারী পরিচালক (সিঃসিঃ)ডাঃজি.এম মুজিবুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব নকিবুল হাসান,মেডিকেল অফিসার (ক্লিনিক)ডাঃ লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার এমওএমসিএইচ-এফপি ডাঃআমিনুর রহমান,জেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সুপার আবু তালেব সহ জেলা ও উপজেলার সকল FPI বৃন্দ,সকল SACMO বৃন্দ,সকল Fwv বৃন্দ ও সকল Fwa বৃন্দ উক্ত র্্যালিতে উপস্থিত ছিলেন।
র্্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রর্দক্ষিন করে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অবস্থান গ্রহণ করেন।
সেখানে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর জনাব রওশন আরা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্ব ব্যক্তব্য পেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।বিশেষ অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,উপজেলা নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সহকারী পরিচালক ডাঃজিএম মুজিবুর রহমান,ডাঃলিপিকা বিশ্বাস,ডাঃআমিনুল ইসলাম প্রমূখ।সমগ্র অনুষ্ঠানটিতে জন্ম নিয়ন্ত্রন পদ্ধত্তি ও উপকরণ সমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব নকিবুল হাসান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন মহোদয় পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কার বিতরন করেন।জেলার ভিতরে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে প্রথম হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা।সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ নকিবুল হাসান জেলা প্রশাসকের কাছ থেকে শ্রেষ্ঠ উপজেলার ক্রেক্ট ও সন্মাননা সনদ গ্রহণ করেন।
এছাড়াও পরিবার পরিকল্পনা সেবায় অবদান রাখায়, উপজেলা পরিষদ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ কে শ্রেষ্ঠ উপজেলা হিসাবে পুরস্কৃত করা হয়েছে।এছাড়া সদর উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে জনাব অমল কুমার পাল(ধুলিহর)কে পুরুস্কৃত করা হয়েছে,শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউটিটি মেডিকেল অফিসার হিসাবে ডাঃতপন কুমার বিশ্বাস(ঝাউডাঙ্গা)কে পুরস্কৃত করা হয়,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শীকা হিসাবে মজ্ঞুয়ারা খাতুন(বল্লী) কে পুরস্কৃত করা হয় ও সর্বশেষে পরিবার কল্যাণ সহকারী হিসাবে ইরা রানী মজুমদার(শিবপুর)কে পুরস্কৃত করা হয়।বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে সূর্যের হাসি ক্লিনিক (পিকেএস) শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন